লেডি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য question Paper

1. প্রথম জিজিয়া কর রদ করেন। A) আকবর B) আলাউদ্দিন খলজি।  C) জয়নুল আবেদিন D) প্রথম বাহাদুর শা

উত্তর_জয়নুল আবেদিন

2. ভারতের প্রথম জাতীয় জলপথ ঘোষণা হয়। A) গঙ্গা।      B) ব্রহ্মপুত্র।    C) যমুনা    D) চম্বল

উত্তর_গঙ্গা

3. সংবিধান প্রবর্তনের আগে সেন্ট্রাল লেডিলে জিভ কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। A) চক্রবর্তী রাজাগিপালছারী।                            B) গোপালকৃষ্ণ গোখলে। C) অনন্ত শয়নমআয়েঙ্গার।  D) গণেশ বাসুদেব মাভলংকর

উত্তর_গণেশ বাসুদেব মাভলংকর  

4. সালতোরা ও কারাকোরাম পর্বতের মধ্যে অবস্থিত হিমবাহ। A) জেমু    B) গঙ্গোত্রী    C) সিয়াচেন D) কুয়ার ব্যাক

উত্তর-সিয়াচেন

5.All India Trade union congres এর প্রথম সভাপতি ছিলেন। A) সুভাষচন্দ্র বসু   B) লালা রাজপত রাই            C) চিত্তরঞ্জন দাশ   D) জে এল নেহেরু

উত্তর_লালা রাজপত রাই

6. অর্থ কমিশন যে করে বন্টন সুপারিশ করে। A) আয়কর     B) বৃত্তিকর     C) পথকর D) চুক্তি

উত্তর_আয়কর

7. সালিম আলি পাখিরালয় অবস্থিত। A) জম্মু ও কাশ্মীরে   B) হিমাচল প্রদেশ C) গোয়াতে  D) মিজোরামে

উত্তর_গোয়াতে

8. বর্তমানে ভারতের মোট কটি ইউনিয়ন টেরিটরি আছে। A) 7টি    B)8টি    C) 9টি    D) 6টি

উত্তর-9টি

9. গুদন্তপুরী বিহার প্রতিষ্ঠা করেন। A) দেবপাল   B) গোপাল  C) ধর্মপাল  D) কোনটাই নয়।

উত্তর_গোপাল

10.1907 সালের কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি ছিলেন। A) দাদাভাই নৌরজি   B) চিত্তরঞ্জন দাশ C) মোতিলাল  নেহরু  D) রাসবিহারী বসু

উত্তর_রাসবিহারী বসু

12. কথাকলি ও ভারতনাট্যম এর মিশনে মনে করা হয় যে নৃত্য শিল্পীকে A) মণিপুরী B) কৃন্নঅট্টম  C) মোহিনী অট্টম D) কোনটিই নয়

উত্তর_মোহিনীঅট্টম

13. ‘নাথু লা’  তিকাতকে ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত করেছে। A) জম্মু-কাশ্মীর   B) সিকিম   C) পশ্চিমবঙ্গ  D) উত্তরাখণ্ড

উত্তর_সিকিম

14. নিষেকব্যতীত ফল উৎপাদনের পদ্ধতি হলো। A) পার্থেনোজেনেসিস  B) উজেনোসিস  C) পার্থেনোকার্পি  D) কোনটাই নয়

উত্তর-পার্থেনোকার্পি

15. নিচের অ্যামিনো অ্যাসিড গুলির কোনটিতে সালফার থাকে। A) ভ্যালিন। B) গ্লাইসিন  C) সিসটিন D) অ্যালিনিন

উত্তর_সিসটিন

16. মধ্যযুগে নির্মিত লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত। A) ভুবনেশ্বর    B) খাজুরাহো   C) মাউন্ট আবু  D) ছত্রপুর

উত্তর_ভুবনেশ্বর 17. কার লেখায় প্রথম পাক-ই-স্তান ধারণার উদ্ভব হয়। A) জাফরুলা খান  B) মহম্মদ ইকবাল C) রহমত আলি।  D) মহাম্মদ ইকবাল

উত্তর_রহমত আলি

18. পৃথিবীর সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশ কোনটি। A) ইউ এস এ    B) রাশিয়া  C) সৌদি আরব  D) কানাডা

উত্তর_ইউ এস এ

19. তিব্বতি নদী সংপো ভারতের কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। A) বিহার    B) নাগাল্যান্ড C) অরুণাচল প্রদেশ D) মনিপুর

উত্তর_অরুণাচল প্রদেশ

20. নিচে কোন ব্যক্তি মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন না। A) মুজাফফর আহমেদ।    B) পি.সি. যোশি।  C) ফিলিপ স্পাট।     D) বিপিনচন্দ্র পাল

উত্তর_বিপিনচন্দ্র পাল

21. ভারতের জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাডহক কমিটির চেয়ারম্যান ছিলেন। A) জহরলাল নেহেরু।  B) ড: রাজেন্দ্র প্রসাদ।  C) ডক্টর. বি .আর .আম্বেদকর। D) মৌলানা আবুল কালাম আজাদ।

উত্তর_ডক্টর .রাজেন্দ্র প্রসাদ

22. সপ্তম পে কমিশনের চেয়ারম্যান হলেন। A) সোমমিওল B) অশোক কুমার মাথুর C) রঙ্গ রাজন।  D) প্রদীপ কুমার

উত্তর_অশোক কুমার মাথুর

23. কোন দিনটিতে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালিত হয়। A) 21জুন।  B) 21জুলাই।  C) 20জুন। D) 20মার্চ

উত্তর-21জুন

24. ভারতের কোন রাজ্যে গবাদি পশুদের জন্য ব্লাড ব্যাংক চালু করেছে। A) হরিয়ানা।   B) গুজরাত।  C) ওড়িশা।  D) তামিলনাড়ু

উত্তর_ওড়িশা

25. ওয়াশিং সোডার রাসায়নিক নাম হল। A) ক্যালসিয়াম কার্বনেট।   B) ক্যালসিয়াম বাই কার্বনেট।  C) সোডিয়াম কার্বনেট।   D) সোডিয়াম বাই কার্বনেট

উত্তর_ক্যালসিয়াম বাই কার্বনেট          

Get touched

 


Discover more from educenters.in

Subscribe to get the latest posts sent to your email.