W.B.C.S PRELIMINARY Exam questions 


1. নেকটন হল:

A) জলে ভাসমান জীব  B) জলে সন্তরণশীল জীব  C) জলজ উদ্ভিদের সাথে সংবদ্ধ প্রাণী  D) জলে নিমজ্জমান উদ্ভিদ

উওর. জলে সন্তরণশীল জীব 

2. MASON কে সাংকেতিক ভাবে NBTPO হলে, WORLD  কে লেখা হবে:

A) XPSME  B) PSMEX  C) SMEXP  D) EXPSM

উওর. XPSME

3. BOY কে সাংকেতিক ভাবে ZPC লেখা হলে, GIRL কে লেখা হবে:

A) SJHM  B) MSJH  C)JHMS  D) HMSJ

উওর. MSJH

4.  A- এর 40% এর মান B- এর 60%- এর মান এক হলে, A:B হবে:

A) 2:3  B) 3:2  C) 7:8   D)8:7

উওর. 3:2

5. বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত 4:5, বাসের ভাড়া 10% এবং বর্ধিত হলে, বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত হবে :

A) 15:11  B) 7:13  C) 11:15   D) 5:9

উওর. 11:15

6. Hockey: India: Baseball:?

A) কানাডা   B) মেক্সিকো   C) ইংল্যান্ড  D) আমেরিকা

উওর. আমেরিকা

7. একটি বাক্সে একটি লাল বল, একটি নীল বল ও একটি সবুজ বল আছে। লাল ও নীল বলের ওজনের অনুপাত : 5:6 এবং নীল ও সবুজ বলের ওজনের অনুপাত 5:4। নীল বলের ওজন 60 গ্রাম হলে, সবুজ বলের ওজন হবে:

A) 48গ্রাম  B) 50 গ্রাম  C) 40 গ্রাম  D) 55 গ্রাম

উওর. 48 গ্রাম

8.   a÷b এর মানে a- এর সাথে b- এর যোগ এবং a×b- এর মানে b দ্বারা a কে ভাগ হলে, ( 14÷7) ÷ ( 14×7) – এর মান হবে :

A)  মান নেই  B) 1  C)23  D) 7

উওর. 23

9. Number: Mathanatics: Notes: ?

A) কারেন্সি   B) ল্যাঙ্গুয়েজ  C) মিউজিক   D) ডক্টর

উওর. মিউজিক

10. লটারিতে এক ব্যাক্তি 60,000 টাকা পেয়েছেন, সরকার ট্যাক্স বাবদ 35% কেটে নিল, ব্যক্তিটি পাবেন?

A) 21,000 টাকা  B) 39,000 টাকাC) 18,000টাকা  D)40,000 টাকা

উওর. 39,000 টাকা

11. মনিপুরি: Dance তাহলে উর্দু?

A) মুসলিম  B) ড্রামা  C) পোয়েট্রি  D) ল্যাঙ্গুয়েজ

উওর. ল্যাঙ্গুয়েজ

12. এক ব্যক্তি অফিস থেকে যাত্রা শুরু করে 8km পূর্বদিকে যায়, তারপর বাঁদিক ঘুরে 3km হেঁটে এবং পুনরায় বাঁদিকে ঘুরে 8kg হাটে যাত্রা শুরু থেকে সে কতটা দূরত্বে?

A) 5km  B)4km  C)6km  D)3km

উওর. 6km

13. ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

A) 1833  B)1885   C)1891  D)1905

উওর. 1885

14. ১৯০৬ সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত হয়?

A) ভারত সভা  B) মুসলিম লিগ  C) বেঙ্গল জমিদার লিগ  D) ভারতের কমিউনিস্ট পার্টি

উওর. মুসলিম লিগ

15. মর্লে মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়?

A) 1907 সালে  B)1909 সালে  C) 1911সালে  D)1619 সালে

উওর. 1909 সালে

16. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন:

A) লর্ড মাউন্টব্যাটেন  B) মহম্মদ আলী জিন্না  C) সৈয়দ আমির আলি  D) মহম্মদ সেখ আবদুল্লা

উওর. মহম্মদ আলী জিন্না

17. ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল?

A) জুলাই 1947  B)জুন 1946  C) আগস্ট 1947  D) আগস্ট 1946

উওর. জুলাই 1947 

18. ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সালটি হল:

A) 1930  B)1935  C)1947  D)1951

উওর. 1935

19. পার্লামেন্ট অর্থ বিল অনুমোদনের জন্য উল্লেখিত কোনটি অপরিহার্য নয়?

A) লোকসভার অনুমোদন  B) অর্থমন্ত্রীর অনুমোদন C) রাজ্যসভার অনুমোদন  D) কোনটাই নয়

উওর. অর্থমন্ত্রীর অনুমোদন

20. আইন-শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত?

A) যৌথ তালিকা  B) রাজ্য তালিকা  C) কেন্দ্র তালিকা  D) কোনোটিই নয়

উওর. রাজ্য তালিকা

21. ভারতের রোপো হার ঘোষণা করেন:

A) ভারত সরকারের অর্থদপ্তর  B) ভারতের প্রধানমন্ত্রী  C) ভারতের রিজার্ভ ব্যাংক  D) ভারতের রাষ্ট্রপতি

উওর. ভারতের রিজার্ভ ব্যাংক

22. অর্থনৈতিক সংস্কার ভারতের কোন সালে অনুসৃত হয়?

A)1989 সালে  B)1990 সালে  C)1991 সালে  D)1992 সালে

উওর. 1991 সালে

23. জনসংখ্যার হিসেবে ভারতের স্থানে ,কিন্তু আয়তন হিসেবে ভারতের স্থান:

A) প্রথম  B) দ্বিতীয়  C) সপ্তম  D) অষ্টম

উওর. সপ্তম

24. ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ের সার্বিধিক অবদান হল?

A) পরিবার ক্ষেত্রে  B) বেসরকারি শিল্পক্ষেত্রে  C) সরকারি ক্ষেত্রের  D) বৈদেশিক ক্ষেত্রের

উওর. পরিবার ক্ষেত্রে

25. বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে:

A) রাষ্ট্রসংঘ  B) এশিয়ার উন্নয়ন ব্যাংক  C) বিশ্ব ব্যাংক  D) বিশ্ব বাণিজ্য সংস্থা

উওর. বিশ্ব ব্যাংক

 

 


Discover more from educenters.in

Subscribe to get the latest posts sent to your email.