WBCS PRELIMINARY EXAM প্রস্তুতির জন্য QUESTION PAPER


1.গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি? A) কল্লেরু হ্রদ  B) পুলিকট হ্রদ  C) চিলকা হ্রদ  D) লোকতাক হ্রদ
উত্তর. কল্লেরু হ্রদ

  2. বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক হল। A) ভারত  B) আমেরিকা যুক্তরাষ্ট্র   C) চিন।  D)অস্ট্রেলিয়া

উত্তর. ভারত

  3.NATGRID শুরু হবে। A) ৩১শে ডিসেম্বর ২০২০ এর মধ্যে B) ৩১শে মার্চ ২০১৯ এর মধ্যে C) ৩১শে মার্চ ২০২০ এর মধ্যে D) ১৫ ই আগস্ট ২০২০ এর মধ্যে

উত্তর. ৩১শে ডিসেম্বর ২০০২ এর মধ্যে

  4. ভারতের সংবিধান গৃহীত হয়েছিলো। A)ভারতীয় ন্যাশনাল কংগ্রেস।   B) ভারতীয় সাংবিধানিক সভা।   C) ইন্ডিয়ান লিগ  D) উপরের কোনটাই নয় উত্তর. ভারতীয় সংবিধানিক সভা   5. ইংরেজরা ভারতের কোথায়, তাদের প্রথম ফ্যাক্টরি (কুঠি) নির্মাণ করেন? A) বোম্বে    B) সুরাট   C) সুতানুটি    D) মাদ্রাজ

উত্তর. সুরাট

  6. কে অ্যাংলো -ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? A) দয়ানন্দ সরস্বতী    B) লালা হংসরাজ   C) আত্মারাম পান্ডুরঙ্গ  D) মহাদেব গোবিন্দ রানাডে

উত্তর. লালা হংসরাজ

  7. ভারতে প্রথম ‘G.I Tag ‘প্রাপ্ত পদার্থ হল। A) এলাচ    B) দার্জিলিং চা C) বাসমতি চাল D) গোবিন্দভোগ চাল

উত্তর. দার্জিলিং চা

  8. স্যার. সি.ভি. রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য? A) বিক্ষেপণ     B) বিচ্ছুরণ    C) ব্যতিচার  D) সমবর্তন

উত্তর. বিক্ষেপণ

  9. একটি শুয়োপোকার মাটি থেকে 75 inchs উঁচু একটি খুঁটি বেয়ে  উঠেছে ।দিনের বেলায় সেই ৫ inchs ওপরে উঠে আবার রাত্রিবেলায় ৪ ইঞ্চি করে নেমে যায় ।তাহলে সে খুটির উপরে প্রথম কখন পৌছাবে? A) ৭০তম দিনে    B) ৭১তম দিনে  C) ৭২ তম দিনে  D) ৭৫তম দিনে

উত্তর. ৭১ তম দিনে

  10. সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? A) মধ্যপ্রদেশ। B) কর্ণাটক। C) অন্ধপ্রদেশ। D) মহারাষ্ট্র

উত্তর. অন্ধপ্রদেশ

11. ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গ কে স্পর্শ করেছে? A)4  B) 6  C) 5  D)3

উত্তর.5

  12. আধুনিক হিন্দি সাহিত্যের ভ্রষ্টা কে ছিলেন? A) লাল্লুজী লাল    B) পদ্মাকর ভট্ট   C) প্রেম চাঁদ   D) হরিশচন্দ্র

উত্তর. হরিশচন্দ্র

  13. খোদা-ই খিদমৎগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? A) আব্বাস তায়েবজী   B) খান আব্দুল গফফ খান   C) মৌলানা আজাদ    D) ড: আনসারি

 উত্তর. খান আব্দুল গফফার খান

 14. কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয়?

A) ১৪ ই জানুয়ারি ,১৯৬৯   B)4ডিসেম্বর ,১৯৬৯    C) ২৭ শে জানুয়ারি, ১৯৬৯   D) ১৬ ই আগস্ট ১৯৬৯

A) ১৪ ই জানুয়ারি ,১৯৬৯

   15. নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটির সর্ববৃহৎ আমদানিকৃত সামগ্রী হিসেবে বিজয়নগর সাম্রাজ্য গণ্য হত? A) মুক্তো  B) মূল্যবান পাথর  C) অশ্ব     C) রেশম

উত্তর. অশ্ব

  16. ভারতীয় অর্থনৈতিক সংস্কার নীতিগুলি প্রথমবার অনুষ্ঠানিকভাবে (formally) উপস্থাপিত হয়। A) জুলাই, ১৯৯১  B) আগস্ট ,১৯৪৭               C) জানুয়ারি ,১৯৮০   D) মার্চ, 1990

উত্তর. জুলাই ,১৯৯১

  17. কলকাতার কাছে ঘুসুড়িতে ভারতের প্রথম কার্পাস বস্ত্র বয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়? A) ১৮১৮  B) ১৮২১   C) ১৯১৯  D) ১৮২৩

উত্তর. ১৮১৮

  18. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পিছনে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কার মস্তিষ্ক সক্রিয় ছিল? A) গণেশ ঘোষ  B) চন্দ্রশেখর আজাদ  C) সূর্য সেন।  D) লালা হরদয়াল

উত্তর. সূর্য সেন

19. কেন্দ্রের প্রথম অ -কংগ্রেস সরকারের নেতৃত্ব দেন। A) জয়প্রকাশ নারায়ণ     B) মোরারজি দেশাই  C) চৌধুরী চরণ সিং  D) অটল বিহারী বাজপেয়ী

উত্তর. মোরারজি দেশাই

  20. নিম্নে লিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশ প্রাচীনতম কৃষি কাজে প্রমাণ মেলে? A) প্রতাপগড়  B) মেহেরগড়  C) কোয়েটা  D) কালাট

উত্তর. মেহেরগড়

21. মহামান্য সুপ্রিম কোর্টের আদেবলে RTI প্রয়োগ করা যাবে। A) office of the CBI তেও B)office of the NBIতেও C)office of the CJIতেও D)office of the PMOতেও

উত্তর.office of the CJIতেও

  22. গদর শব্দের অর্থ কি? A) বিপ্লব  B) স্বাধীনতা C) স্বরাজ D) মুক্তি

উত্তর. বিপ্লব

  23. কোন সংবাদপএ বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? A) সঞ্জীবনী   B) হিতবাদী   C) যুগান্তর D) অমৃতবাজার

উত্তর. সঞ্জীবনী

  24. অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? A) শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়   B ) শিশির কুমার ঘোষ C) গিরিশচন্দ্র ঘোষ   D ) রবাটনাইট

উওর. শিশির কুমার ঘোষ

  25. বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন? A) বল্লভভাই প্যাটেল  B) মহাত্মা গান্ধী  C) চমন লাল   D) রাজাগোপালচারি

উত্তর. বল্লভভাই প্যাটেল

 

 

 

 


Discover more from educenters.in

Subscribe to get the latest posts sent to your email.