ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে ট্রেনি ইঞ্জিনিয়ার এবং প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের সুযোগ

Bharat Electronics Limited Recruitment for the post of Trainee Engineer and Project Engineer

ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড এ বিশেষ করে ট্রেনি ইঞ্জিনিয়ার-১ এবং প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-১ পদে নিয়োগের সুযোগ নিচ্ছে। এই সংস্থা হলো কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ট্রেনি ইঞ্জিনিয়ারদের ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ারদের জন্য প্রার্থীদের প্রয়োজন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৫৫% নম্বরের সহ সংশ্লিষ্ট শাখায় 4 বছরের বি ই বা বি টেক শিক্ষাগত যোগ্যতা দরকার। আপনি এই পদে ইলেক্ট্রনিক্স ও মেকানিক্যাল শাখার মধ্যে পছন্দসই আবেদন করতে পারেন। –

পদের সংখ্যা:

  • ট্রেনি ইঞ্জিনিয়ার-১ (ইলেক্ট্রনিক্স): ৮টি
  • ট্রেনি ইঞ্জিনিয়ার-১ (মেকানিক্যাল): ২৮টি
  • প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-১ (ইলেক্ট্রনিক্স): ৮টি
  • প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-১ (মেকানিক্যাল): ৮টি
যোগ্যতা:
  • প্রার্থীদের প্রয়োজন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৫৫% নম্বরের সহ সংশ্লিষ্ট শাখায় 4 বছরের বি ই বা বি টেক শিক্ষাগত যোগ্যতা। ইলেক্ট্রনিক্সে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, টেলিকমিউনিকেশন ও কমিউনিকেশন শাখা গ্রাহ্য হবে। ট্রেনি ইঞ্জিনিয়ার ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য প্রার্থীদের অভিজ্ঞতা থাকতে হবে: ট্রেনি ইঞ্জিনিয়ারে ২ বছর, প্রোজেক্ট ইঞ্জিনিয়ারে ৩ বছর।
বয়স সীমা:
  • ট্রেনি ইঞ্জিনিয়ার পদে: ২৮ বছরের মধ্যে জন্মগ্রহণ হতে হবে (তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের জন্য ১০ বছরের ছাড়)
  • প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে: ৩২ বছরের মধ্যে জন্মগ্রহণ হতে হবে (তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের জন্য ১০ বছরের ছাড়)
বেতন:
  • ট্রেনি ইঞ্জিনিয়ার পদে: প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষে যথাক্রমে ৩০,০০০ টাকা, ৩৫,০০০ টাকা ও ৪০,০০০ টাকা
  • প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে: প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষে যথাক্রমে ৪০,০০০ টাকা, ৪৫,০০০ টাকা, ৫০,০০০ টাকা ও ৫৫,০০০ টাকা
আবেদন পদ্ধতি:
  • আবেদন করতে আপনার প্রয়োজনীয় তথ্য অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইট: www.bel-india.in (শেষ তারিখ: ২৬ অগস্ট)
  • অনলাইন দরখাস্তের সময়, প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি:
  • প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে: ৪৭২ টাকা
  • ট্রেনি ইঞ্জিনিয়ার পদে: ১৭৭ টাকা
  • তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ফি নেয়া হবে না।
প্রার্থী বাছাই:
  • প্রার্থীদের বাছাই করার জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।
অধিক তথ্যের জন্য এবং অনলাইন দরখাস্ত জমা দেওয়ার জন্য দরখাস্ত করুন এই ওয়েবসাইটে: www.bel-india.in Bharat Electronics Limited Recruitment for the post of Trainee Engineer and Project Engineer

পদের সুযোগ সম্পর্কিত জানতে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ জানতে দেখুন educenters.in 

Discover more from educenters.in

Subscribe to get the latest posts sent to your email.