এমসে ২৩৩ টি ক্লার্ক স্টোনো ও অ্যাটেনডেন্ট নিয়োগ

চাকরির খবর


ভোপাল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সে লোয়ার ডিভিশন ক্লার্ক, ডিসেকশন হল অ্যাটেনডেন্ট, স্টোরকিপার কাম ক্লার্ক, সোনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, অফিস /স্টোস আটেনডেন্ট, (মাল্টি টাস্কিং) , সোশ্যালওয়ার্কার, ডাইভার (অর্ডিনারি গ্রেড), ডাটা এন্ট্রি অপারেটর ইত্যাদি পদে ২৩৩ টি লোক নিচ্ছে কারা

কোন পদের জন্য যোগ্য চলুন জেনে নিই বিস্তারিত তথ্য

পদ অনুযায়ী যোগ্যতা

1. লোয়ার ডিভিশন ক্লার্ক:

যেকোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে ইংরেজি শাখায়  ৩৫টি শব্দ তোলার গতি থাকতে হবে।

বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে
মোট শূন্য পদ ৩২ টি- জেনারেল 13 টি, Ews- 3টি, ও.বি.সি -9 টি, তপশিলি জাতি-5 টি, তপশিলি উপজাতি-2 টি
2. ডিসেকশন হল অ্যাটেনডেন্ট:

মাধ্যমিক পাশরা ৩  বছর আর উচ্চ মাধ্যমিক পাশরা ১ বছর সংশ্লিষ্ট কাজের  ক্ষেত্রে  অভিজ্ঞতা থাকলে আবেদন

বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে
মোট শূন্যপদ ৮ টি – জেনারেল- টি, ও.বি.সি-2 টি, তপশিলি জাতি-1 টি
3. স্টোরকিপার কাম ক্লার্ক:

যেকোনো শাখায় গ্রাজুয়েট স্টোর্সের কাজে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। মেটেরিয়াল ম্যানেজমেন্ট এর পোস্ট-  গ্রাজুয়েট বা ডিগ্রী বা ডিপ্লোমা কোর্সে পাশ হলে আবেদন করতে পারবেন।

বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে
মোট শূন্যপদ ৮৫ টি – জেনারেল- ৩৫ টি, ও.বি.সি-২৩ টি, তপশিলি জাতি- ১৩ টি, তপশিলি উপজাতি- ৬ টি, Ews- ৮ টি
4. স্টোনোগ্রাফার:

উচ্চ মাধ্যমিক পাশ ও শর্টহ্যান্ড দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন, ও কম্পিউটারে ৫০ মিনিটে ট্রান্সক্রিপশন টেস্ট হবে।

বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে
প্রার্থীকে অবশ্যই ইংরেজি ও হিন্দিতে কথা বলতে লিখতে জানলে ভালো হয়।
মোট শূন্যপদ ৩৪ টি – জেনারেল- ১৪ টি, ও.বি.সি-৯ টি, তপশিলি জাতি- ৫ টি, তপশিলি উপজাতি- ৩টি, Ews- ৩ টি
5.  আপার ডিভিশন ক্লার্ক:

যে কোন শাখায় গ্রাজুয়েট কম্পিউটারের কাজের দক্ষতা থাকলে যোগ্য। কম্পিউটারে ইংরেজি  টাইপিংয়ে মিনিটে অত্যন্ত ৩৫ টি শব্দ তোলার গতি থাকতে হবে।

বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে
মোট শূন্যপদ ২ টি (জেনারেল)
6. অফিস/স্টোর্স অ্যাটেনডেন্ট (মাল্টি টাস্কিং):

মাধ্যমিক বা আই. টি. আই কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারবেন

বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে
মোট শূন্যপদ -৪০ টি, জেনারেল-১৭ টি, Ews- ৪ টি, ও.বি.সি- ১০ টি, তপশিলি জাতি-৬ টি, তপশিলি উপজাতি-৩ টি
7. সোশ্যাল ওয়ার্কার:

উচ্চ মাধ্যমিক পাশরা সোশ্যাল ওয়ার্কারে কাজে অন্তত ৮  বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে আবেদনে  করতে পারবেন।

বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের
মোট শূন্য পদ ২ টি ( জেনারেল)
8. ড্রাইভার ( অর্ডিনারি গ্রেড):

মাধ্যমিক পাশরা হাল্কা ( এল. এম. ভি) ও ভারী (এইচ. এম. ভি) গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে যোগ্য। এছাড়া কমার্শিয়াল গাড়ি চালানোর   ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স হতে হবে ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে
মোট শূন্যপদ ১০ টি, জেনারেল ৬ টি,Ews ১ টি, ও.বি.সি ২ টি, তপশিলি জাতি ১ টি
9. ডাটা এন্ট্রি অপারেটর:

উচ্চ মাধ্যমিক পাসরা ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্তত ৮,০০০ কী ডিপ্রেশনের গতি থাকলে আবেদন করতে পারবেন।

বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে

মোট শূন্যপদ ২ টি জেনারেল

সব ক্ষেত্রে বয়স গুনতে হবে ৩০-১০-২০২৩ এর হিসাবে তপশিলিরা ৫ বছর, ও.বি.সি ৩ বছর, আর প্রতিবন্ধীরা ১০ বছর ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি

অনলাইনে মাধ্যমে  আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে http://www.aiimsbhopal.edu.in  এই পদের বিজ্ঞপ্তি নম্বর ADM-2(3)/AIMSBhopal/ RC/2023/01

এর জন্য একটি বৈধ মেল আইডি থাকতে হবে। এছাড়াা পাসপোর্ট সাইজ ফটো ৫০ কেবির মধ্যে। আর সিগনেচার ৩০ জে.পি. জি ফমাটে স্ক্যান করে নেবেন। দরখাস্তত ফ্রি বাবদ ১,২০০ টাকা তপশিলি ও প্রতিবন্ধী ৬০০ টাকা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে জমা করবেন।

আবেদনের শেষ তারিখ ৩০ শে অক্টোবর

প্রার্থী বাছাই হবে অনলাইন বেস্ট টেস্টের মাধ্যমে ১০০ নম্বরের প্রশ্ন হবে। জেনারেল নলেজ এন্ড অ্যাওয়ারনেস ( ২৫ নম্বর), ইংলিশ কমপ্রিহেশন    (১০ নম্বর), জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজিনিং এবিলিটি ( ২৫ নম্বর), ফান্ডামেন্টাল অফ কম্পিউটার (১০ নম্বর), সি.এস. এস সংক্রান্ত প্রশ্ন ইত্যাদি (১০ নম্বর) (প্রতিটি প্রশ্নের নেগেটিভ মার্কিং এ ০.২৫  কাটা যাবে) এরপর স্কিল টেস্ট হবে।

কোথায় পরীক্ষা হবে তার জানতে পারবেন উল্লেখ্খিত ওয়েবসাইটে

দরখাস্ত সাবমিট করার আগে ভালো করে দেখে দরখাস্তটি প্রিন্ট আউট করে নেবেন। প্রার্থী বাঁচাই ও পরীক্ষার সময় যাবতীয় মূল ও প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যাবেন।

Recruitment of 233 Clerk Stono and Attendant in AIMS
আরো কিছু জানতে জানতে চোখ রাখুন উল্লেখিত ওয়েবসাইটে

 

 

 

 


Discover more from educenters.in

Subscribe to get the latest posts sent to your email.

Similar Posts

Leave a Reply