W.B.C.S PRELIMINARY পরীক্ষার প্রস্তুতির জন্য question 


1. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন

A) জে .এস . খেহর  B) রঞ্জনা দেশাই  C) এ.    সাথাশিবম   D) আর .এম .লোধা

উওর. আর এ.ম .লোধা

2. ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালে আইনে?

A) 1891  B)1909   C)1919  D)1935

উওর. 1935

3. ছন্দা গায়েন কোন শৃঙ্গ অভিযানের সময় নিখোঁজ হন?

A) মাউন্ট এভারেস্ট  B) মাকালু  C) অন্নপূর্ণা  D) কাঞ্চনজঙ্ঘা পশ্চিম

উওর. কাঞ্চনজঙ্ঘা পশ্চিম

4. নিম্নলিখিত সম্প্রদায়গুলির মধ্যে কারা ইলবার্ট বিলে তীব্র বিরোধিতা করেন?

A) হিন্দুরা   B) মুসলমানরা  C) ইঙ্গ ভারতীয় সম্প্রদায়  D) সকলেই

উওর. ইঙ্গ ভারতীয় সম্প্রদায়

5. নিম্নলিখিত গুলি মধ্যে কোন দেশ SAARC  সদস্য নয়?

A) ভুটান  B) বাংলাদেশ  C) মরিশাস  D) নেপাল

উওর. মরিশাস

6. কৃষি আয়কর সংগ্রহ করে?

A) কেবলমাত্র কেন্দ্রীয় সরকার  B) কেবলমাত্র রাজ্য সরকার  C) স্থানীয় সরকার গুলি  D) কেন্দ্রীয় ও রাজ্য সরকার

উওর. কেবলমাত্র রাজ্য সরকার

7. ২০১৩ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কাকে দেওয়া হয়েছিল?

A) আমির খান  B) সৌমিত্র চ্যাটার্জি  C) গুলজার  D) কোনটাই নয়

উওর. গুলজার

8. নীচের কোন স্থানে আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায়?

A) সান্দাকফু  B) ফালুট  C) দার্জিলিং  D) কালিম্পং

উওর. কালিম্পং

9. K- এর মান কত হলে নিম্নের সরলরেখা দুটির মধ্যকার কোন ৯০°  ডিগ্রী হবে?

5X+3y+2% 0 এবং 3x- ky+6% 0

A) 5  B) 32  C)14  D)6

উওর. 5

10. ভারতের কর রাজস্বের অধিকাংশ আছে

A) প্রত্যক্ষ কর থেকে  B) পরোক্ষ কর থেকে  C) প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় কর থেকেই সমানভাবে  D) কোনটাই নয়

উওর. প্রত্যক্ষ কর থেকে

11. কোন বছরে মৌলিক অধিকার এবং জাতীয় অর্থনৈতিক নীতির বিষয়ে কংগ্রেস প্রস্তাব গ্রহণ করে?

A)1940  B)1931  C)1921 D)1935

উওর. 1935 

12. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেন?

A) এম . এম. যোশী  B) এম. কে. গান্ধী  C) এস.সি. বোস  D) এন.এস. সমর্থ

উওর. এস. সি. বোস

13. বৈদেশিক বিনিয়োগ বিষয়ে বর্তমান শিল্পনীতি মনোভাব হল?

A) বৈদেশিক বিনিয়োগ সম্পূর্ণভাবে বাতিল  B) বৈদেশিক বিনিয়োগের অংশ বাড়ানো C) বৈদেশিক বিনিয়োগের অংশ কমানো D) কোনটাই নয়

উওর. বৈদেশিক বিনিয়োগের অংশ কমা বাড়ানো

14. কোন রশ্নিটি সবচেয়ে বিপদজনক?

A) আলফা রশ্মি  B) বিটা রশ্মি C) গামা রশ্মি  D) রঞ্জন রশ্মি

উওর. গামা রশ্মি

15. য়ে কুয়ালালামপুর থেকে যাওয়ার পথে MH-370 বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়?

A) বেজিং  B) জাকার্তা  C) নিউ দিল্লি  D) পার্থ

উওর. বেজিং

16. আলেকজান্ডার পুরুষ বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন?

A) সিন্ধু  B) ঝিলাম  C) রবি  D) ইরাবতী

উওর. ঝিলাম

17. আলোকবর্ষ  কীসের একক?

A) সময়  B) দূরত্ব  C) আলো  D) আলোর প্রাবল্য

উওর. দূরত্ব

18. অলিভার স্টোন হলেন একজন?

A) অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা B) অভিনেতা C) গীতিকার  D) ঔপন্যাসিক

উওর. অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা

19. ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের (1870) প্রতিষ্ঠাতা কে?

A) রামমোহন রায়  B) দেবেন্দ্রনাথ ঠাকুর  C) কেশব চন্দ্র সেন  D) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উওর. কেশবচন্দ্র সেন

20. নিম্নলিখিতের মধ্যে কে উনবিংশ শতাব্দী দ্বিতীয়ার্ধে একটি জাতীয় কাগজ, একটি জাতীয় বিদ্যালয় এবং একটি জাতীয় ব্যায়মগার স্থাপন করেছিলেন?

A) যতীন্দ্রনাথ ঠাকুর  B) রাজনারায়ণ বোস C) নবগোপাল মিত্র  D) সত্যেন্দ্রনাথ ঠাকুর

উওর. নবগোপাল মিত্র

21. বায়ুর মাধ্যমে শব্দ তরঙ্গ হল

A) তির্যক  B) অনুদৈর্ঘ্য  C) তড়িৎ চুম্বকীয় D) সমবর্তন

উওর. অনুদৈর্ঘ্য

22. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় ছিলেন

A) লর্ড ওয়াভেল  B) লর্ড মাউন্টব্যাটেন  C) লর্ড লিনলিথগো  D) এটলী

উওর. লর্ড মাউন্টব্যাটেন

23. থিয়োসফিকাল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ভারতে কোথায় অবস্থিত ছিল?

A) আদায়ার B) বেলুড়  C) আভাদি  D) ভেল্লোর

উওর. আদায়ার

24. কোন বৎসর কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশ গুলি কাজ শুরু করে?

A)1937  B) 1948  C)1930  D)1938

উওর. 1938

25. কোন বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয়?

A) আপেক্ষিক তাপ  B) তাপগ্রাহিতা  C) জলসম D) কোনটাই নয়

উওর. তাপগ্রাহিতা

26. কার পতনের  পরে  সুভাষচন্দ্রের নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেছিলেন ?

A) জার্মানি  B) ইতালি  C) জাপান  D) দ্বিতীয় মহাযুদ্ধের আবাসান

উওর. জাপান

27. 320- এর 60% – এর দুই পঞ্চমাংশ কত?

A) 76.6  B)38.4  C)76.8  D)37.4

উওর. 76.8

28. সাধারণ গার্হস্থ্য বৈদ্যুতিক তারে সংযোগ হল?

A) সমান্তরাল সজ্জা  B) শ্রেণী সজ্জা  C) শ্রেনি ও সমান্তরাল  ও সজ্জা  D) কোনটি নয়

উওর. শ্রেনি ও সমান্তরাল সজ্জা

29. নিম্নলিখিত কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত?

A) ক্রান্তি  B) আত্মশক্তি  C) সারথি  D) সন্ধ্যা

উওর. ক্রান্তি

30. আলেপ্পো কোথাকার বিদ্রোহী প্রদেশ?

A) ইরাক  B) লেবানন  C) সিরিয়া  D) ইউক্রেন

উওর. সিরিয়া

31. ভারতের কৃষি ক্ষেত্রে অধিক অংশের এই বৈশিষ্ট্য দেখা যায়

A) বৃহদায়তন কৃষিজাত  B) ধনতান্ত্রিক কৃষিজাত  C) ক্ষুদ্রায়তন কৃষিজাত  D) সমবায় কৃষিজাত

উওর. ক্ষুদ্রায়তন কৃষিজাত  

32. 5 টি  সংখ্যার গড় 50। যদি প্রত্যেকটি সংখ্যাকে ২ দিয়ে গুন করা হয় তবে গড় কত?

A) 52  B)48  C)100  D)25

উওর. 100

33. H+- এ উপস্থিত ইলেকট্রন সংখ্যা?

A) শূন্য  B) এক  C) দুই  D) তিন

উওর. শূন্য

34. নিজের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয়?

A) শোন  B) গোমতী  C) গন্ডুক  D) সুবর্ণরেখা

উওর. সুবর্ণরেখা

35. ভূমি সংস্কার মূলত এদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে?

A) কৃষি শ্রমিক  B) বর্গাদার শ্রেণী  C) ক্ষুদ্র চাষী D) সমবায় চাষী

উওর. বর্গাদার শ্রেণী

 

 

 

 


Discover more from educenters.in

Subscribe to get the latest posts sent to your email.