ঋষিকেশ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স AIIMS

aiimsnewlogo white https://educenters.in/wp-content/uploads/2023/07/ec.jpg AIIMS,AIIMS Recuitment,ঋষিকেশ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স AIMS,aiims exam date 2023,aiims rishikesh

ঋষিকেশ এমস স্টোরকিপার ল্যাব অ্যাটেনডেন্ট, ফার্মাসিস্ট ১২৮ পদে নিয়োগ কারা কারা কোন পদের আবেদনের জন্য যোগ্য এবং কারা কোন পদের জন্য আবেদন করতে পারবেন তাহলে দেরি কেন চলুন জেনে নেই বিস্তারিত তথ্য পদের নাম :-

1. স্টোর কিপার : যোগ্যতা – মেটেরিয়াল ম্যানেজমেন্টর  পোস্ট -গ্রাজুয়েট ডিগ্রি ,ডিপ্লোমা কোর্সে পাস করে থাকলে আবেদন করতে পারবেন বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে মাসিক বেতন_৯,৩০০, ৩৪, ৮০০টাকা গ্রেড পে_ ৪,২০০ টাকা  বেতন  পেয়ে যাবেন মোট শূন্য পদ ২০টি জেনারেল ১১ টি, ও.বি.সি ৫টি তফসিলি জাতি ৩টি , ও তফসিলি উপজাতির ১টি এই পদের বিজ্ঞপ্তি নম্বর হলো 2017/135.

2. ল্যাব অ্যাটেনডেন্ট II: যোগ্যতা – সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশের পর মেডিকেল ল্যাব, টেকনোলজি ডিপ্লোমা, কোর্সে পাস করে থাকলে আবেদন করতে পারবেন। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে মাসিক বেতন_৫,২০০,২০,২০০টাকা, গ্রেড পে _১,৯০০ টাকা বেতন পেয়ে যাবেন মোট শূন্য পথ ৪১ টি জেনারেল ২২ টি ও.বি.সি ১০ টি তপশিললী জাতি ৬টি , তফসিলী উপজাতি ৩টি এই পদের বিজ্ঞপ্তি নম্বর হলো 2017/140 .

3.অফিস /স্টোস অ্যাটেনডডেন্ট(মাল্টি টাস্কিং):  যোগ্যতা – মাধ্যমিক পাশ আই.টি. আই  থেকে ট্রেড সার্টিফিকেট কোর্স এ পাস করে থাকলে আবেদন করতে পারবেন। বয়েস ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে মাসিক বেতন-৫,২০০,  ২০,২০০টাকা  গ্রেড পে ১,৮০০ টাকা মোট শূন্য পদ ৪০টি জেনারেল ২২ টি,  ও.বি.সি ১০ টি।   তফসিলী জাতি ৫টি,     তফসিলী উপ জাতি ৩টি এই পদের বিজ্ঞপ্তি নম্বর হলো 2017/144. 

4. ফার্মাসিস্ট গ্রেড II : যোগ্যতা – ফার্মাসির ডিপ্লোমা কোর্সে পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া ফার্মাসিস্ট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে অভিজ্ঞতা_কোন হাসপাতাল বা ইন্ডাস্ট্রিতে ম্যানুফ্যাকচারিং ,স্টোরেজ টেস্টিং ,অফ ট্রান্সফিউশনফ্লুইভ কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে মাসিক বেতন_ ৫,২০০,-২০, ২০০টাকা গ্রেড পে ২,৮০০ টাকা বেতন পেয়ে যাবেন মোট 27 টি শূন্য পদ জেনারেল ১৫ টি, ও.বি.সি ৭টি, তফসিলী জাতি ৪টি,   ও তফসিলী উপজাতি ১টি এই পদের বিজ্ঞপ্তি নম্বর হল 2017/145

কিভাবে আবেদন করবেন-

৩রা  জুলাই এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। একটি বৈধ মেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট  সাইজ ফটো ,  সিগনেচার, স্ক্যান করে নিতে হবে। www.aiimsrishikesh.edu.in

www.aiimsrishikesh.edu.in এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে।

আবেদনের শেষ তারিখ: ৩রা জুলাই।

 

পরীক্ষার ফ্রী

স্টোর কিপার পদের জন্য ৩,০০০ টাকা অন্যান্য পদের জন্য ২,০০০ টাকা ফিস লাগবে আর তপশিলি ও প্রতিবন্ধী হলে হাজার টাকা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারবেন। 

N.B.যারা ২০১৭ সালে এই আবেদন দরখাস্ত করেছিলেন তাদের নতুন করে দরখাস্ত করতে হবে না। আর যারা করেননি। তাহলে দেরি কেনো তাড়াতাড়ি লিংকে ক্লিক করে আবেদন করে ফেলুন।

প্রার্থীর বয়স হিসাব করতে হবে ১৬_১০_২০১৭ বয়সে হিসাব করতে হবে তপশিলি জাতিরা ৫ বছর ও.বি.সি.রা তিন বছর বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্ট ও ইন্টারভিউ মাধ্যমে।

টাকার জমা দেয়ার আগে এবং অ্যাপ্লিকেশনটি ফিলাপ করার আগে যাবতীয় তথ্য দেখে নেবে এবং ফম টি প্রিন্ট করে নেবেন। আরো যাবতীয় তথ্য পেতে ওয়েবসাইটে ক্লিক করুন    

Application Link – http://www.aiimsrishikesh.edu.in            

{“title”:”Latest Posts Scrolling”,”category”:”0″,”num_items”:”3″,”query_offset”:”-1″,”date”:”1″,”show_category”:”1″,”show_content”:”0″,”content_words_limit”:”20″,”show_thumb”:”1″,”height”:”400″,”pause”:”2000″,”speed”:”500″}

 


Discover more from educenters.in

Subscribe to get the latest posts sent to your email.