কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ৮৭৬ টি স্বাস্থ্যকর্মী

 


মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট, নার্সিং অ্যাটেনডেন্স, বিভিন্ন পদে ৮৭৬ জনকে দিল্লির সফদরজং হাসপাতাল সহ লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ, ডক্টর রামমোহন লোহিয়া হসপিটাল, কলাবতী শরণ চিলড্রেন্স হসপিটাল , নফজগড়ের রুরাল হেলথ ট্রেনিং সেন্টারে ৮৭৬ টি লোক নিচ্ছে।

এই পদের বিজ্ঞপ্তি নম্বর RECT-1/ 3/2023- Recruitment cell.

পদ অনুযায়ী যোগ্যতা

1. রেডিয়োগ্রাফার:

বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিকের সঙ্গে  রেডিয়ো গ্রাফিতে ২ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে

মোট শূন্যপদ ২২ টি – জেনারেল ১০ টি, তপশিলি জাতি- ৩ টি, তপশিলি উপজাতি- ১ টি, ওবিসি-৬ টি, আর্থিকভাবে অনগ্রসর-২ টি

বেতনক্রম - লেভেল ৫
২.  এক্স-রে – অ্যাসিস্ট্যান্ট:

বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিকের সঙ্গে  রেডিয়ো গ্রাফিতে ২ বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সে পাশ করতে হবে।

বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে

মোট শূন্যপদ ১৮ টি – জেনারেল – ৮ টি, তপশিলি জাতি – ৩ টি, তপশিলি উপজাতি – ১ টি, ওবিসি – ৪ টি, আর্থিকভাবে অনগ্রসর- ৪ টি

বেতনক্রম - লেভেল ৪

৩. ইসিজি টেকনিশিয়ান:

মাধ্যমিকের সঙ্গে ইসিজি মেশিন হ্যান্ডলিং এর কাজে অত্যন্ত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

বয়স হতে হবে ২০  থেকে ২৫ বছরের মধ্যে

মোট শূন্য পদ – ১১ টি  জেনারেল – ৫ টি, তপশিলি জাতি – ১ টি, ওবিসি- ৪ টি, আর্থিকভাবে অনগ্রসর- ১ টি

বেতনক্রম - লেভেল ৪

৫. মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট:

মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ব্যাচেলার্স ডিগ্রী  সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে

মোট শূন্যপদ – ১৫৯ টি , জেনারেল- ৬৫ টি, তপশিলি জাতি-২৪ টি, তপশিলি উপজাতি- ১১ টি, ওবিসি-৪৪ টি, আর্থিকভাবে অনগ্রসর-১৫ টি

বেতনক্রম-লেভেল ৬

৬. জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট:

বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিকের সঙ্গে মেডিকেল ল্যাবরেটরী টেকনোলজিতে ডিপ্লোমার পাশাপাশি সংশ্লিষ্ট কাজের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে

মোট শূন্য পদ -৫৫ টি, জেনারেল- ২২ টি, তপশিলি জাতি -৩ টি, তপশিলি উপজাতি – ৩ টি, ওবিসি- ১৫ টি, আর্থিকভাবে অনগ্রসর – ৬ টি) এদের মধ্যে ২ টি শূন্য পদ এবং শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী এবং ১ টি পদ অন্যান্য ক্যাটাগরি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত হবে।

বেতনক্রম- লেভেল ৬

৭. ফার্মাসিস্ট:

বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিকের সঙ্গে ফার্মাসিতে ২ বছর ডিপ্লোমার পাশাপাশি টেস্ট ফার্মেসি কাউন্সিলের ফার্মাসিস্টের নাম নথিভুক্ত থাকতে হবে।

বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

মোট শূন্য পদ ১৩ টি- জেনারেল- ৫ টি, তপশিলি জাতি – ২ টি, তপশিলি উপজাতি- ২ টি, ওবিসি- ৩ টি, আর্থিকভাবে অনগ্রসর-১ টি

বেতনক্রম-লেভেল ৫

৮. ফিজিওথেরাপিস্ট:

ফিজিওথেরাপিতে ব্যাচেলার ডিগ্রির সঙ্গে অন্তত  হাসপাতালের সংশ্লিষ্ট কাজে দুই বছরে অভিজ্ঞতা থাকতে হবে। ফিজিওথেরাপিতে স্নাতকোত্তর ডিগ্রী থাকলে ভালো হয়।

বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে

মোট শূন্য পদ ৪২ টি- তপশিলি জাতি-৫ টি, তপশিলি উপজাতি- ৫ টি, ওবিসি- ১১ টি, আর্থিকভাবে অনগ্রসর- ৪ টি,

বেতনক্রম- লেভেল ৬

৯. অপারেশন থিয়েটার অ্যাটেনডেন্স:

মাধ্যমিকের  পাশে সঙ্গে  হাসপাতালে সংশ্লিষ্ট কাজে অন্তত   ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি ফাস্ট এইড সার্টিফিকেট থাকতে হবে।

১৮ থেকে ২৭ বছরের মধ্যে

মোট শূন্য পদ ২০ টি, জেনারেল -৯ টি, তপশিলি উপজাতি -১ টি, ওবিসি- ৭ টি, আর্থিকভাবে অনগ্রসর-৩ টি

বেতনক্রম - লেভেল ১

১০. নার্সিং অ্যাটেনডেন্ট:

মাধ্যমিকের পাশে সঙ্গে অন্তত হাসপাতালে সংশ্লিষ্ট কাজে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এর পাশাপাশি ফাস্ট এইড সার্টিফেট থাকতে হবে।

বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে

মোট শূন্যপদ -২১৮ টি, জেনারেল -৬৫ টি, তপশিলি জাতি-১৬ টি, ওবিসি-৮০ টি, আর্থিকভাবে অনগ্রসর-৩৮ টি এদের মধ্যে ৩ টি করে শূন্য পদ শ্রবন ও দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধী। এবং ১টি পদ অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী। ৪ টি শূন্য পদ অন্যান্য ক্যাটেগরি প্রতিবন্ধী এবং তিনটি শূন্য পদ প্রাক্তন সমকর্মীদের জন্য সংরক্ষিত।

বেতনক্রম - লেভেল১

১১. অপরেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট:

বিজ্ঞান শাখার  উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে অন্তত হাসপাতালে অন্তত ১  বছরে অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চ মাধ্যমিক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ে থাকতে হবে।

বয়স হতে  হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে।

মোট শূন্যপদ -২৭৪ টি, জেনারেল – ১১৩ টি, তপশিলি জাতি- ৪১ টি, তপশিলি উপজাতি- ২০ টি, ওবিসি- ৭৩ টি, আর্থিকভাবে অনগ্রসর-২৭ টি

বেতন ক্রম- লেভল ২
১২. অপটোমেট্রিস্ট:

অপটোমেট্রিস্টতে ডিগ্রী কোর্সের পাশ করতে হবে।

বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে

মোট শূন্যপদ -৩ টি, জেনারেল – ২ টি, ওবিসি -১ টি, এদের মধ্যে একটি শূন্য পদ শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত হবে।

বেতন ক্রম- লেভেল ৬

১৩. এক্স-রে – টেকনিশিয়ান:

মাধ্যমিকের সঙ্গে রেডিয়োগ্রাফিতে ২ বছরের ডিপ্লোমা বা ১ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সে পাশ করে থাকতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

মোট শূন্য পদ-৯ টি, জেনারেল- ৪ টি, তপশিলি জাতি- ২টি, তপশিলি উপজাতি -১ টি, ওবিসি- ২ টি, এদের মধ্যে একটি শূন্য পদ শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত হবে।

বেতন ক্রম- লেভেল ৬

১৪. অপারেশন থিয়েটার টেকনিশিয়ান:

বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিকের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সে পাশ করে থাকতে হবে। এবং সংশ্লিষ্ট কাজে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে

মোট শূন্য পদ ১৭ টি, জেনারেল ৯ টি, তপশিলি জাতি ২ টি, তপশিলি উপজাতি ১টি , ওবিসি ৩ টি, আর্থিকভাবে অনগ্রসর ২ টি, এদের মধ্যে চারটি শূন্য পদ প্রাক্তন সমক কর্মীদের জন্য সংরক্ষিত হবে।

বেতনক্রম -লেভেল ৪ 

১৫. জুনিয়র কার্ডিয়াক টেকনিশিয়ান:

বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিকের সঙ্গে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা উচ্চ মাধ্যমিকের ফিজিক্স ,কেমিস্ট্রি, বায়োলজি পড়ে থাকতে হবে। এর পাশাপাশি কোন হাসপাতালে মেডিসিন বা কার্ডিওলজি বিভাগে সংশ্লিষ্ট কাজের ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে

মোট শূন্যপদ – ১০ টি,জেনারেল -৪ টি, তপশিলি জাতি- ১ টি, তপশিলি উপজাতি -১ টি, ওবিসি- ১ টি, এদের মধ্যে একটি পথ অস্থিসংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত হবে।

বেতন ক্রম- লেভেল ৪

১৬. ড্রেসার:

মাধ্যমিকের সঙ্গে ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে। এবং সংশ্লিষ্ট হাসপাতালে অন্তত ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

মোট শূন্য পদ- ৯ টি, জেনারেল -৭ টি, আর্থিকভাবে অনগ্রসর- ২ টি, এদের মধ্যে ১টি পদ শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত হবে।

বেতন ক্রম- লেভেল ১

সব ক্ষেত্রেই ২৫-১০-২০২৩ তারিখে নির্দিষ্ট বয়স থাকতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির গুলিতে প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

 

অনলাইনে দরখাস্ত ভাবে এই ওয়েবসাইটের মাধ্যমেhttp://hll.cbtexam.in//

দরখাস্ত স্ক্যান করার সময় রঙিন পাসপোর্ট সাইজের ফটো ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে সই এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। তিন মাসে পুরনো ছবি হলে চলবে না।
দরখাস্তের ফ্রী অনলাইনে দিতে হবে ৬০০ টাকা। মহিলা, তপশিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ফি লাগবেনা।   ফ্রি জমা দিয়ে পাওয়া ই – রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট করে নেবেন।
অনলাইনে দরখাস্তটি সাবমিট করার আগে ভালো করে দেখে নেবেন এবং এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন।

দরখাস্ত আবেদনের শেষ তারিখ ২৫শে অক্টোবর

প্রার্থী বাছাই হবে  কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে ২৪০ নাম্বারের কোশ্চেন থাকবে, সময়সীমা ১ ঘন্টা। পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে নেগেটিভ মার্কিং আছে, পরীক্ষা হবে নভেম্বরের চতুর্থ সপ্তাহে । পরীক্ষার কেন্দ্র দিল্লি

আরো বিস্তারিত খুঁটিনাটি তথ্য জানতে উল্লেখিত ওয়েবসাইটগুলিতে চোখ রাখুন।

http://www. Vmmc.sjh.nic.in

http://rmlh.nic.in

http://lhmc- hosp. gov.in

 

 

For More info stay with us mystate.co.in

 


Discover more from educenters.in

Subscribe to get the latest posts sent to your email.

Similar Posts

Leave a Reply