চাকরির খবর
নদীয়া জেলার স্বাস্থ্য নিয়োগের ৩৫৬ নিয়োগ
নদীয়া জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার, স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ম্যানেজার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে নিয়োগ করছে নদীয়ার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। পঞ্চদশ অর্থ কমিশনের স্বাস্থ্য অনুদান ও ন্যাশনাল হেলথ মিশন এবং ন্যাশনাল আয়ুস মিশনের অধীনে নিয়োগ করা হবে চুক্তিতে। প্রার্থীকে অবশ্যই এ রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর CMOH_ Nad/ 5871.
কারা কোন পদের জন্য যোগ্য চলুন জেনে নিন বিস্তারিত তথ্য।
পদ অনুযায়ী যোগ্যতা:
1 .ব্লক পাবলিক হেলথ ম্যানেজার (ব্লক পাবলিক হেলথ ইউনিট):
লাইফ সাইন্স বিএসসি সঙ্গে ম্যানেজমেন্ট পোস্ট -গ্রাজুয়েট ডিগ্রী বা ডিপ্লোমার পাশাপাশি, অ্যাডভান্স এমএস অফিসের ব্যবহার জানতে হবে। ও জনস্বাস্থ্য সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে
মোট শূন্যপদ ৭ টি, জেনারেল -৩ টি, তপশিলি জাতি-২ টি, ওবিসি- এ -১ টি, ওবিসি বি -১ টি,
বেতন: প্রতিমাসে ৩৫,০০০ টাকা
2. ব্লক এপিডেমিয়োলজিস্ট (ব্লক পাবলিক হেলথ ইউনিট):
লাইফ সাইন্স বা এপিডেমিয়োলজিতে এমএসসি অথবা আয়ুর্বেদ মেডিসিন অ্যান্ড সার্জারিতে স্নাতক সঙ্গে পাবলিক হেলথ স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি অ্যাডভান্স অফিসে ব্যাবহার জানতে হবে। পিএইচডি তে এমফিল থাকলে বা জনস্বাস্থ্য সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বয়স হতে ৪০ বছরের মধ্যে
মোট শূন্য পদ-৪ টি, জেনারেল – ১ টি, তপশিলি জাতি – ১ টি, ওবিসি এ-১ টি, ওবিসি বি -১ টি,
বেতন: প্রতিমাসে ৩৫,০০০ টাকা
3. ল্যাবটেরি টেকনিশিয়ান:(ব্লক পাবলিক হেলথ ইউনিট)
ফিজিক্স, কেমিস্ট্রি, এবং ম্যাথমেটিক্স বা বায়োলজি সহ উচ্চ মাধ্যমিকের সঙ্গে, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা স্কুল অফ ট্রাফিক্যাল মেডিসিন থেকে ল্যাবটেরি টেকনোলজিতে ডিপ্লোমা, সংশ্লিষ্ট কাজে দু বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বয়স হতে যাবে ৪০ বছরের মধ্যে
মোট শূন্য পদ ১১ টি, জেনারেল – ৫ টি, তপশিলি জাতি-৪ টি, ওবিসি এ -১ টি, ওবিসি বি-১ টি,
বেতন: প্রতিমাসে ২২,০০০ টাকা
4 .ব্লক ডেটা ম্যানেজার (ব্লক পাবলিক হেলথ ইউনিট):
স্নাতকের সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা কোর্সে পাশ করতে হবে, সঙ্গে ইন্টারনেট, এম এস অফিসের ব্যবহার জানতে হবে, এর পাশাপাশি ডেটা রেকর্ডিং বা ডেটা অ্যানালিসিস সংক্রান্ত কাজে বেসরকারি সংস্থায় ৩ বছরের, বেসরকারি সংস্থার ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে
মোট শূন্য পদ ৪ টি, জেনারেল -১ টি, ওবিসি এ- ১ টি, ওবিসি বি – ১ টি,
বেতন: প্রতিমাসে ২২,০০০ টাকা
5.মেডিকেল অফিসার (আর্বান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার):
এমবিএস সঙ্গে ১ বছরের বাধ্যতামূলক ইন্টারশিপ সম্পন্ন থাকতে হবে। এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
তার থেকে অবশ্যই স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে।
বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে
মোট শূন্য পদ-৬২ টি( জেনারেল)
বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা
6. স্টাফ নার্স ( আর্বান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার:
জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা অথবা নার্সিং বিএসসি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে।
বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে
মোট শূন্য পদ -৩১ টি, জেনারেল -১৪ টি, তপশিলি জাতি – ৮ টি, তপশিলি উপজাতি-৪ টি, ওবিসি এ -৪ টি, ওবিসি বি -১ টি,
বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা
7. কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ( আর্বান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার:
অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে পাশ করে থাকতে হবে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে এবং রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে
বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে
মোট শূন্য পদ-৬০ টি, জেনারেল – ৩২ টি, তপশিলি জাতি- ১৫ টি, তপশিলি উপজাতি – ৪ টি, ওবিসি এ- ৫ টি, ওবিসি বি -৪ টি,
বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা
8. স্পেশালিস্ট মেডিকেল অফিসার (পলিক্লিনিক স্পেশালিস্ট সার্ভিস):
এমবিএস ১ বছরের বাধ্যতামূলক ইন্টারশিপ সম্পূর্ণ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে।
বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে
মেডিসিন (১৫ টি জেনারেল), পেডিয়াটিক্স ১৫ টি জেনারেল), গাইনিকোলজি অ্যান্ড আবস্টেটিক্স (১৪ টি জেনারেল) অপথ্যালমোলজি (১৫ টি জেনারেল)
বেতন: সপ্তাহে ২ দিনের জন্য দিন প্রতি ৩,০০০ টাকা
9. স্টাফ নার্স ( পলিক্লিনিক):
জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফরিতে ডিপ্লোমা বা নার্সিং বিএসসি এছাড়া প্রার্থীর নাম অবশ্যই ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিলিং নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীকে স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে এবং জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে
মোট শূন্য পদ ১১ টি ,জেনারেল- ৫ টি, তপশিলি জাতি -৩ টি, তপশিলি উপজাতি – ১ টি, ওবিসি এ – ১ টি, ওবিসি বি – ১ টি
বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা
10. কাউন্সিলর (পলিক্লিনিক):
সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্ক বা সোসিওলজি অ্যানথ্রপলজি বা হিউম্যান ডেভেলপমেন্ট এর স্নাতক। এই বিষয়গুলি যেকোনো একটিতে ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন
বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে
মোট শূন্য পদ – ৮ টি, জেনারেল -৩ টি, তপশিলি জাতি -২ টি, তপশিলি উপজাতি-১ টি, ওবিসি এ – ১ টি, ওবিসি বি- ১টি
বেতন: প্রতিমাসে ২০,০০০ টাকা
11. স্টাফ নার্স (ন্যাশনাল আর্বান হেলথ মিশন):
জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফরিতে ডিপ্লোমা অথবা নার্সিং সিএসসি , অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীকে স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে
মোট শূন্য পদ -৭ টি, তপশিলি জাতি- ৩ টি, তপশিলি উপজাতি- ২ টি, ওবিসি এ- ১ টি, ওবিসি বি- ১ টি
বেতন: প্রতি মাসে ২৫,০০০টাকা
12. মেডিকেল অফিসার ( ন্যাশনাল আর্বান হেলথ মিশন):
এমবিএস সঙ্গে ১ বছরের বাধ্যতামূলক ইন্টারশিপ সম্পন্ন থাকতে হবে। এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার সম্পূর্ণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন প্রার্থীকে অবশ্যই স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে। জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে
মোট শূন্য পদ -৬ টি( জেনারেল)
বেতন: প্রতিমাসে ৬০,০০০ টাকা
13. কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (ন্যাশনাল আর্বান হেলথ মিশন):
অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফরিতে কোর্স বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফরিতে কোর্স পাস করতে হবে। এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে।
বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে
মোট শূন্য পদ _৪৬ টি, জেনারেল -১৭ টি, তপশিলি জাতি- ১৩ টি, তপশিলি উপজাতি- ৩ টি, ওবিসি এ- ৮ টি, ওবিসি বি -৫ টি
বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা
14. মাল্টি রিহ্যাবিলিশেন ওয়ার্কার:
ফিজিওথেরাপিতে স্নাতক সঙ্গে কোন হাসপাতালে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফিজিওথেরাপিতে স্নাতকোওর ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন।
বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে
মোট শূন্য পদ ১৭ টি, জেনারেল – ৯ টি, তপশিলি জাতি -৪ টি, তপশিলি উপজাতি- ১ টি, ওবিসি এ-১ টি, ওবিসি বি -১ টি,
বেতন: প্রতিমাসে ১৮,০০০ টাকা
15. যোগা ইনস্টাক্টর:
মাধ্যমিকের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যোগা অ্যান্ড নেচারোপ্যাথি কৃত্তক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যোগা ও নেচারোপ্যাথিতে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্সে পাশ করতে হবে। ওয়েস্ট বেঙ্গল অফ যোগা অ্যান্ড নেচারোপ্যাথিতে নাম নথিভুক্ত থাকতে হবে।
বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে
মোট শূন্য পদ- ৩১ টি, জেনারেল – ১৬ টি, তপশিলি জাতি- ৭ টি, তপশিলি উপজাতি- ৩ টি, ওবিসি এ-২ টি, ওবিসি বি -২ টি,
বেতন: সেশন প্রতি ২৫০ টাকা
সব ক্ষেত্রেই ১-১-২০২৩ তারিখের নির্দিষ্ট বয়স হতে হবে
অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমেhttp://www.wbhealth.gov.in
প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৫ ই নভেম্বর
দরখাস্তটি আবেদন করার সময় প্রার্থীর সই এবং ফটো (২০ থেকে ৩০ কেবির মধ্যে আপলোড করতে হবে)
দরখাস্ত আবেদন ফ্রি অনলাইনের মাধ্যমে দিতে হবে দরখাস্ত ফ্রি ১০০ টাকা ।( সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের ৫০ টাকা ।
দরখাস্তটি যথাযথভাবে সাবমিট করুন। দরখাস্ত আবেদনের শেষ তারিখ ৭ নভেম্বর
আরো কিছু জানতে উল্লেখিত ওয়েবসাইটের চোখ রাখুন।
Discover more from educenters.in
Subscribe to get the latest posts sent to your email.