Group-D পরীক্ষার প্রস্তুতির জন্য question paper


Group-D examination questions:

1. অপকেন্দ্র বল কে কি বলে?

A) কার্যহীন বল  B) অলীক বল  C) উভয়  D) কোনটাই নয়

উওর. অলীক বল

2.  ওজনের পারমাণবিকতা কত?

A) 2  B)3  C)4  D)5

উওর. 3

3.  নিচের কোন মৌলটি এক পরমাণুক?

A) অক্সিজেন  B) নাইট্রোজেন  C) হাইড্রোজেন  D) নিয়ন

উওর. নিয়ন

4.  সমুদ্রের গভীরতা কিসের সাহায্যে মাপা হয়?

A) স্কেলের সাহায্যে  B) আলোর প্রতিফলনের সাহায্যে  C) আলট্রাসোনিক শব্দের প্রতিধ্বনির সাহায্যে  D) কোনটাই নয়

উওর. আলট্রাসোনিক শব্দের প্রতিধ্বনির সাহায্যে

 

5. পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করা হয় কোন এককে?

A) অ্যাস্ট্রোনোমিকাল এককে  B) অ্যাংস্টম এককে C) কিলোমিটার এককে  D) সবগুলি

উওর. অ্যাস্ট্রোনোমিকাল এককে

6.  কোন পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়?

A) C.G.S  B) F.P.S  C)S.I  D) সবকটি

উওর. S.I

7.  আর্গ কিসের একক?

A) কার্য  B) শক্তি C) উভয়ের  D) কোনটাই নয়

উওর. উভয়ের

8.  নিচের কোন পদার্থটির ঊর্ধ্বপাতন দেখা যায় না?

A) আয়োডিন  B) শুষ্ক বরফ  C) নিশাদল  D) কোনটাই নয়

উওর. কোনটাই নয়

9.  চর্বির গলনাঙ্ক কত?

A) 28°C  B)20°C  C)23°C  D) নির্দিষ্ট গলনাঙ্ক নেই

উওর. নির্দিষ্ট গলনাঙ্ক নেই

10.  নিচের কোন পদার্থটি চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায়?

A) তামা  B) পিতল  C) রুপা  D) সোনা

উওর. পিতল

11.  গলনাঙ্কের ভিত্তিতে কোনটি আলাদা?

A) মোম B) বরফ  C) বিসমাথ  D) ঢালাই লোহা

উওর. মোম

12.  আনত তলের যান্ত্রিক সুবিধা কত?

A) 1  B) 1এর কম  C)1 এর বেশি  D)0.5

উওর. 1 এর বেশি

13.  কোনটি তির্যক তরঙ্গ?

A) শব্দ তরঙ্গ  B) আলোক তরঙ্গ  C) উভয়  D) কোনটাই নয়

উওর. আলোক তরঙ্গ

14. নিচের কোন পদার্থটি স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি?

A) জল  B) ইথার  C) বেঞ্জিন  D) পারদ

উওর. পারদ

15. নিচের কোনটির ক্ষেত্রে দ্বিধাতব পাত ব্যবহার করা যায় না?

A) ফায়ার এলার্ম  B) বয়লার  C) থার্মোস্ট্যাট  D) হাত ঘড়ি ব্যালান্স

উওর. বয়লার

17. নিচের কোন রশ্মিটির জাড্য ধর্ম নেই?

A) ক্যাথোড রশ্মি  B) এক্স রশ্মি  C) উভয়  D) কোনটাই নয়

উওর. এক্স রশ্মি

18. জারমোনিয়াম কে কি বলা হয়?

A) অর্ধপরিবাহী  B) ও- ওহমীয় পরিবাহী  C) উভয়  D) কোনটাই নয়

উওর. উভয়

19. ঈশ্বর কনার আসল নাম কি?

A) বোসন কণা B) হিগ্ স  বোসন কণা  C) সার্পের কনা  D) সত্যেন কনা

উওর. হিগ্ স বোসন কণা 

20. ‘ ঈশ্বর কণা’ কে আবিষ্কার করেন?

A) সত্যেন বোস  B) রাদারফোর্ড  C) নীলস বোর D) পিটার হিগস

উওর. পিটার হিগস

21. ফোটন হলো এক ধরনের_

A) যৌগিক কনা  B) আয়ন  C) ভরহীন কনা D) ভর যুক্ত কনা

উওর. ভরহীন কনা

22. মরীচিকা সৃষ্টি হয় আলোর_

A) প্রতিফলনের ফলে  B) প্রতিসরণের ফলে C) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে D) কোনটাই নয়

উওর. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে

 

23. নিম্নলিখিত দ্রব্য গুলির মধ্যে কোনটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?

A) তেল  B) জল  C) অ্যালকোহল  D) গ্লিসারিন

উওর. জল

24. ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে হল_

A) স্থিতিস্থাপক তরঙ্গ  B) ইলেকট্রন প্রবাহ C) তড়িৎ- চুম্বকীয় তরঙ্গ  D) কোনটাই নয়

উওর. ইলেকট্রন প্রবাহ

25. টরিসেলির শূন্যস্থানে থাকে_

A) বায়ু  B) পারদ বাষ্প  C) স্থানটি সম্পূর্ণ শুন্য D) কোনটাই নয়

উওর. পারদ বাষ্প

Discover more from educenters.in

Subscribe to get the latest posts sent to your email.

Similar Posts

Leave a Reply