পশ্চিম বর্ধমানে ১৫৯ স্বাস্থ্যকর্মী নিয়োগ

Recruitment of 159 health workers in West Burdwan

চাকরির খবর


পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য বিভাগে স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আর্বান), ল্যাবরটরি টেকনিশিয়ান, কাউন্সিলর, স্টাফ নার্স (পি.সি), ব্লকএপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক ডেটা ম্যানেজার, মেডিকেল অফিসার জেনারেল ডিউটি, স্পেশালিস্ট মেডিকেল অফিসার, ইত্যাদি ১৫৯ টি পদে নিয়োগ হচ্ছে চুক্তির ভিত্তিতে।

প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় বাসার দক্ষ থাকতে হবে
তাহলে দেরি কেন চলুন জেনে নেই বিস্তারিত তথ্য
পদ অনুযায়ী যোগ্যতা
1. স্টাফ নার্স:

ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জি এন এম ট্রেনিং কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা অবশ্যক

বয়স: ১ই জানুয়ারি থেকে ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে

মোট শূন্য পদ পদের ৩৮ টি, জেনারেল ১৯ টি, তপশিলি জাতি ৮ টি, তপশিলি উপজাতি ২ টি, ওবিসি এ- ৩ টি, ওবিসি বি- ২ টি,আর্থিকভাবে অনগ্রসর ৪ টি

বেতন: প্রতিমাসে ২৫,০০০ টাকা

 

২. কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ( আর্বন) :

ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ এন এম, জি এন এম, কোর্স এ  পাশ হতে হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত হওয়া অবশ্যক। সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, বাংলা ভাষায় দক্ষ থাকতে হবে

বয়স: ১ ই জানুয়ারি থেকে ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে

মোট শূন্য পদ ৩৮ টি, জেনারেল ১৯ টি, তপশিলি জাতি ৮ টি, তপশিলি উপজাতি ২ টি, ওবিসি এ- ৩ টি, ওবিসি বি- ২ টি, আর্থিকভাবে অনগ্রসর ৪ টি

বেতন: প্রতিমাসে ১৩,০০০টাকা

৩. ল্যাবরেটরি টেকনিশিয়ান:

ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স/ বায়োলজিক্যাল সায়েন্স সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাশ  ল্যাবরেটরি টেকনিক্স এ পাশ হতে হবে। কমপক্ষে ২  বছরের অভিজ্ঞতা থাকা অবশ্যক।

বয়স: ১ ই জানুয়ারির ২০২৩ অনুযায়ী ১৯ থেকে ৪০  বছরের মধ্যে হতে হবে

মোট শূন্য পদ ৬ টি, জেনারেল ৩ টি, তপশিলি জাতি ১ টি, ওবিসি এ- ১ টি, ওবিসি বি- ১ টি

বেতন: প্রতিমাসে ২২,০০০ টাকা

৪. কাউন্সিলর:

সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক/সোশিয়োলজি/অনথ্রলজি/ হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে গ্রাজুয়েট হতে হবে। উল্লেখিত বিষয়গুলিতে পোস্ট গ্রাজুয়েট হলে ভালো হয়।

বয়স: ১ ই জানয়ারি ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

মোট শূন্য পদ ৫ টি, জেনারেল ৩ টি, তপশিলি জাতি ১ টি, ওবিসি এ- ১ টি

বেতন: প্রতিমাসে ২০,০০০ টাকা

৫. স্টাফ নার্স ( পি. সি) :

ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম, ট্রেনিং কোর্স পাশ হতে হবে, ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। স্থানীয় ভাষায় দক্ষ থাকা অবশ্যক।

বয়স:  ১ জানুয়ারি ২০২৩ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে

মোট শূন্যপদ ৫ টি-  জেনারেল ৩ টি, তপশিলি জাতি ১টি, ওবিসি এ- ১টি

বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা

৬. ব্লক এপিডেমিওলজিস্ট:

লাইফ সাইন্স এপিডেমিওলজি বিষয়ে এম.এসসি পাশ হতে হবে। বা এমপি এইচ সহ, বিএ.এমএস/ বি এইচ এম এস পাশ হতে হবে। সঙ্গে অ্যাডভান্স এমএস অফিস ব্যবহারের দক্ষ থাকতে হবে। পিএইচডি/ এমফিল হলে পাবলিক হেলথ বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয়। স্থানীয় ভাষায় দক্ষ থাকা অবশ্যক

বয়স: ১ ই জানুয়ারি ২০২৩ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে

মোট শূন্য পদ ৩ টি- জেনারেল ১ টি, তপশিলি জাতি ১ টি, ওবিসি এ- ১টি, আর্থিকভাবে অনগ্রসর-১টি

বেতন: প্রতিমাসে ৩৫,০০০ টাকা

৭. ব্লক পাবলিক হেলথ ম্যানেজার:

লাইফ সাইন্স বিষয়ে বিএসসি ও ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে। সঙ্গে অ্যাডভান্স অফিস ব্যবহারের দক্ষ থাকতে হবে। পিএইচডি/ এমফিল হলে পাবলিক হেলথ বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয়।

বয়স: ১ জানুয়ারি ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে

মোট শূন্য পদ- ৩ টি, জেনারেল ১টি, তপশিলি উপজাতি ১টি, আর্থিকভাবে অনগ্রসর ১টি

বেতন: প্রতিমাসে ৩৫,০০০ টাকা

 

৮. ব্লক ডেটা ম্যানেজার:

গ্রাজুয়েট  পাশ হতে  হবে , ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে এম. এস অফিস সহ কম্পিউটার কাজের দক্ষ থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি বিভাগের কমপক্ষে ৩  বছরের বা বেসরকারী  বিভাগে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ১ জানুয়ারি ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরে মধ্যে

মোট শূন্যপদ ৩ টি – জেনারেল ১ টি, তপশিলি উপজাতি -১ টি, আর্থিকভাবে অনগ্রসর ১ টি

বেতন: প্রতিমাসে ৩৫,০০০ টাকা

৯ . মেডিকেল অফিসার জেনারেল ডিউটি:

এমবিবিএস পাশের পর ১  বছরের আবশ্যিক ইন্টারশিপ সম্পন্ন করতে হবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল এর নাম নথিভুক্ত থাকতে হবে।

বয়স: ১ ই জানুয়ারি ২০২৩ ৬২ বছরে মধ্যে

মোট শূন্যপদ-৩৮ টি, জেনারেল -১৮ টি, তপশিলি জাতি ৯ টি, তপশিলি উপজাতি ২ টি, ওবিসি এ- ৩ টি, আর্থিকভাবে অনগ্রসর ১ টি

বেতন. প্রতি মাসে ৬০,০০০ টাকা

 

১০. স্পেশালিস্ট মেডিকেল অফিসার:

এমবিবিএস পাস ও সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমা পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে

বয়স: ১ জানুয়ারী ২০২৩ অনুযায়ী ৬২  বছরের মধ্যে।

মোট শূন্যপদ ২০ টি – স্পেশালিস্ট ( মেডিসিন) ৫ টি, স্পেশালিস্ট ( অ্যানথ্রলজি) ৫ টি, জেনারেল ৩ টি, তপশিলি জাতি ১ টি, ওবিসি এ- ১ টি

বেতন: দৈনিক ৩,০০০ টাকা

উল্লেখিত সব পদের ক্ষেত্রে প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন
আবেদন পদ্ধতি:

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে http://www.wbhealth.gov.in

এর জন্য একটি নিজস্ব মেল আইডি মোবাইল নম্বর থেকে অবশ্যক। দরখাস্ত ফ্রি ১০০ টাকা, তপশিলি সম্প্রদায় ও ওবিসি প্রার্থীদের বেলায় ৫০ টাকা।

8250999022@icici এই ইউপি আইডিতে মাধ্যমে অ্যাপ্লিকেশন টি  জমা করতে হবে। দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড এর এক কপি ফরম প্রিন্ট আউট করে নিতে হবে।

দরখাস্ত আবেদনের শেষ তারিখ ১৫ ই অক্টোবর

Recruitment of 159 health workers in West Burdwan

আরো কিছু বিস্তারিত তথ্য জানতে উল্লেখিত ওয়েবসাইটের চোখ রাখুন।

 

 

 

 

 

 


Discover more from educenters.in

Subscribe to get the latest posts sent to your email.

Similar Posts

Leave a Reply