W.B.C.S PRELIMINARY পরীক্ষার প্রস্তুতির জন্য question
W.B.C.S PRELIMINARY Exam questions
1. একটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিমি/ঘ. এবং স্রোতের প্রতিকূলে 17কিমি/ঘ. বেগে চলতে পারে। স্রোতের গতিবেগ কত হবে
A) 4 কিমি/ঘ. B) 9 কিমি/ঘ. C) 6 কিমি/ঘ. D) 7 কিমি/ঘ.
উওর. 9কিমি/ঘ.
2. পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি আছে?
A) মেদনীপুর B) মুর্শিদাবাদ C) পুরুলিয়া D) বর্ধমান
উওর. পুরুলিয়া
3. পেট্রোপোরোশেঙ্কো কোন দেশের রাষ্ট্রপতি?
A) চেক প্রজাতন্ত্র B) জর্জিয়া C) ইউক্রেন D) পোল্যান্ড
উওর. ইউক্রেন
4. দাদাভাই নওরোজি কর্তৃক প্রণোদিত সম্পদ নির্গমন তত্ত্বকে বিস্তারিত করেছিলেন কে?
A) মহমাদেব গোবিন্দ রানাডে B) বাল গঙ্গাধর তিল C) গোপালকৃষ্ণ গোখলে D) ফিরোজ সাহ মেহতা
উওর. মহমাদেব গোবিন্দ রানাডে
5. টারসিয়ারি সেক্টরের কার্যক্ষেত্রের মধ্যে একটি পড়ে _
A) কুটির শিল্প B) খনি সংক্রান্ত কাজ C) নির্মাণ সংক্রান্ত শিল্প D) পরিষেসা সংক্রান্ত কার্য
উওর. পরিষেসা সংক্রান্ত কার্য
6. হিমালয়ের পাদদেশে সমভূমি দার্জিলিং জেলায় নামে পরিচিত
A) ডুয়ার্স B) তরাই C) গাঢ় D) বারিন্দ
উওর. তরাই
7. যদি দুটি স্বাভাবিক সংখ্যা বর্গের বিয়োগফল 19 হয়, তবে তাদের বর্গের যোগফল কত?
A) 220 B) 169 C)189 D) 181
উওর. 181
8. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যতিক্রম?
A) মিটার B) ফালং C) একর D) মাইল
উওর. একর
9. অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হল?
A) প্রতিসরণ B) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন D) বিক্ষোপ D) প্রতিফলন
উওর. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
10. সিন্ধু সভ্যতার কোনটি একটি বড় বন্দর ছিল?
A) লোথাল B) কালিবঙ্গান C) চানহুদারো D) মেহেরগড়
উওর. লোথাল
11. পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রাপ্তের দূরত্ব কত?
A) 600 কিলোমিটার B) 700 কিলোমিটার C) 800 কিলোমিটার D) 400 কিলোমিটার
উওর. 600 কিলোমিটার
12. যে কংগ্রেস সভাপতি হাজার ১৯৪২ সালে ক্রিপস সঙ্গে এবং ওয়াভেলের সঙ্গে সিমলায় কথাবার্তা চালিয়েছিলেন তিনি ছিলেন?
A) আবুল কালাম আজাদ B) জহরলাল নেহেরু C) জে .বি. কৃপালিনি D) সি রাজগোপালচারি
উওর. জহরলাল নেহরু
13. ‘ এইটটিন ফিফটি সেভেন’ বইটির রচয়িতা কে?
A) এস .এন.সেন B) আর.সি. মুজমদার C) সৈয়দ আহমদ খান D) আর.সি. ভান্ডারকার
উওর. এস .এন.সেন
14. দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কি ছিল?
A) যুদ্ধ জয় B) ধর্ম বিজয় C) দিগবিজয় D) কোনোটিই নয়
উওর. ধর্ম বিজয়
15. ট্রপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া কারা তৈরি করে?
A) জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া B) সার্ভে অফ ইন্ডিয়া C) ডিফেন্স মিনিস্ট্রি D) জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
উওর. জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
16. ছত্রাক সংক্রমনে কোন রোগটি ছড়ায়?
A) পোলিয়ো B) ম্যালেরিয়া C) ডারমাটাইটিস D) কলেরা
উওর. ডারমাটাইটিস
17. প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল?
A) ইন্ডিয়ান রিভিউ B) ফ্রি প্রেস অফ ইন্ডিয়া C) হিন্দুস্থান রিভিউ D) অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া
উওর. হিন্দুস্থান রিভিউ
18. সীমন্তিকা দুটি রেডিও প্রতিটি 2000 টাকা ধরে বিক্রয় করল। একটিতে সে 16% লাভ এবং অণ্যটিতে 16% ক্ষতি করল। তাহলে সামগ্রিকভাবে তার শতকরা কত লাভ বা ক্ষতি হল?
A) 5.28 B) 2.56 C) 4.68 D) 8.01
উওর. 2.56
19. কোন একটি সংখ্যার 78% এবং 59% এর মধ্যে কার পার্থক্য 323। ওই সংখ্যার 62% কত?
A) 1054 B) 1178 C) 1159 D) 1037
উওর. 1054
20. সংখ্যা সারনিটিতে লুপ্ত সংখ্যা কত ?
8,15,28,53,199?
A) 104 B) 103 C) 102 D) 101
উওর. 102
21. এল নিনো হল
A) বায়ুমণ্ডলীয় ঘটনাবলি B) পরিবেশগত ঘটনাবলি C) সামুদ্রিক ঘটনাবলি D) জলবায়ুর ঘটনাবলি
উওর. সামুদ্রিক ঘটনাবলি
22. নিম্নলিখিত গুলিদের মধ্যে কোনটি এই লিবা রেলদের মুখপাত্র ছিল?
A) নিউ ইন্ডিয়া B) লিডার C) ইয়ং ইন্ডিয়া D) ফ্রি প্রেস জার্নাল
উওর. লিডার
23. একটি শহরের জনসংখ্যা 15% প্রতি বৎসরের বৃদ্ধিপ্রাপ্ত হয়। যদি 2009 এর শেষে জনসংখ্যা 4000 হয় তবে 2011 এর শেষে জনসংখ্যা কত ছিল?
A) 5390 B) 4780 C) 5290 D) 8256
উওর. 5290
24. ভারতে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
A) দিল্লি B) ভোপাল C) দেরাদুন D) লখনউ
উওর. দেরাদুন
25. মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি V,J,L অথবা I আকৃতির হয়?
A) প্রোফেজ B) মেটাফেজ C) অ্যানাফেজ D)টিলোফেজ
উওর. অ্যানাফেজ
26. জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?
A) তিস্তা ও করলা B) তিস্তা ও জলঢাকা C) জলঢাকা ও তোর্সা D) তিস্তা ও রায় ডাক
উওর. তিস্তা ও করলা
27. তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্যবন্দরটি কোন উপকূলে অবস্থিত?
A) মালাবার B) করমন্ডল C) কঙ্কন D) কচ্ছ উপসাগর
উওর. করমন্ডল
28. কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি অবস্থিত?
A) ভদ্রা B) ব্রাহ্মণী C) দামোদর D) ভীমা
উওর. ব্রাহ্মণী
29. সুফিবাদ ভারতের প্রবেশ করে?
A) একাদশ শতকে B) দ্বাদশ শতকে C) চতুর্দশ শতকে D) ত্রয়োদশ শতকে
উওর. ত্রয়োদশ শতকে
30. 879× 439+879×321 = কত?
A) 668040 B) 669040 C) 667030 D) 666040
উওর. 668040
31. সুপ্রিম কোর্টের বিচারকেরদের অবসর বয়স কত?
A) ৭০ বছর B) ৬৫ বছর C) ৬২ বছর D) ৬০ বছর
উওর. ৬৫ বছর
32. ২০১৩ জানুয়ারিতে ভারতীয় বিধান কংগ্রেসের শতবার্ষিকী অধিবেশন অনুষ্ঠিত হয় কোন শহরে?
A) কলকাতা B) চেন্নাই C) মুম্বাই D) এরনাকুলাম
উওর. কলকাতা
33. একটি সংখ্যার 48% অন্য আর -একটি সংখ্যার 60% -এর সমান। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত?
A) 4:7 B)3:4 C)5:4 D)3:2
উওর. 5:4
34. দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল 6723। বড় সংখ্যাটি কত?
A) 89 B)85 C) 91 D)83
উওর. 83
35. মহাকুম্ভ 2013 সালে কতদিন ধরে অনুষ্ঠিত হয়েছিল?
A) 44 দিন B)55দিন C)49 দিন D) 61দিন
উওর. 55 দিন
Discover more from educenters.in
Subscribe to get the latest posts sent to your email.